Computer Tricks

মাত্র ২.৫ এমবি  সফটওয়্যার টি  ডাউনলোড  করতে এখানে >> 
১। MODEM UNLOCKER BY IMRAN
২। MUST WORK MODEM UNLOCKER
Supported device
Huawei datacards
Huawei phones
Longcheer
Maxon
Micromax
MYWAVE
Novatel
ONDA
Option
SierraWireless
SkypePhone AMOI
ZTE datacards
এখানে  থেকে আপনার মডেমের ব্রান্ডের নামটা বাছাই করে নিন
এখানে  থেকে আপনার মডেমের মডেল টা সিলেক্ট করে দিন 
তারপর সাচ্ বাটনে ক্লিক করুন
মডেম পেলে এই রকম ইনফো দেখাবে
তারপর আনলক অপসনে ক্লিক করুন
ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন।

1. কথা বলবে আপনার কম্পিউতার।

 অনেকের কাছে মনে হবে কিভাবে সম্ভব??

আসুন জেনে নেই কিভাবে সম্ভব এই কাজ।

প্রথমে আপনার পিসির নোটপাড খুলে নিচের জাভাস্ক্রিপ্ট কোডটি লিখুন।

Dim message, sapi

 message=InputBox("Hi this is Imran. Do you want ur computer to speak?","for more tricks visit computertips.lv2lvu.com")

... Set sapi=CreateObject("sapi.spvoice")

sapi.Speak message

এরপর ফাইলটিকে সেভ করুন .vbs এক্সটেনশন দিয়ে।

এরপর ক্লিক করে ফাইলটি ওপেন করুন এবং যা শুনতে চান তাই টাইপ করুন এবং ম্যাজিক দেখু্ন :) ।

ফাইলটি ডাউনলোড করতে ক্লিক করুন । 

 
http://www.mediafire.com/?jvc8eobox70ki8a

ধন্যবাদ সবাইকে।।

2. হার্ডডিস্কের আয়ু বাড়ানোর জন্য করণীয়
 কম্পিউটারের সবচেয়ে স্বর্শকাতর বস্তু হচ্ছে হার্ডডিস্ক।একটি কম্পিউটারের সবকিছু তার হার্ডডিস্কে জমা থাকে। কিন্তু আমাদের সামান্য অবহেলার কারণে হার্ডডিস্ক যখন তখন তখন বিগড়ে গিয়ে প্রয়োজনীয় ডাটা সমূহ লস হয়ে যেতে পারে। তাই আসুন হার্ডডিস্ক সম্পর্কে কিছু বিষয় জেনে নেই।
  • প্রতিটি হার্ডডিস্কে সর্বোচ্চ 4 টি প্রাইমারি পার্টিশন সাপোর্ট করে। প্রাইমারি পার্টিশন হল Fixed পার্টিশন। অর্থ্যাৎ আপনি প্রতিটি প্রাইমারি পার্টিশনের ভিতর অনেকটি Logical পার্টিশন তৈরী করতে পারেন। কিন্তু প্রাইমারি পার্টিশনটি ডিলিট করলে এর অধীনে যত লজিকাল পার্টিশন আছে সব লজিকাল পাটিশন ও ডিলিট হয়ে যাবে তাই আপনি মূল্যবান ডাটা বিনা নোটিসে হারাতেও পারেন।
  • উইন্ডোজ 7 বা 8 সেটাপ দেয়ার সময় দুটি প্রাইমারি পার্টিশন তৈরি করে। একটি System reserved অপরটি অপারেটিং সিস্টেমের জন্য। তবে আপনি চাইলে একটিতেও সেটাপ দিতে পারেন। কিন্তু System boot এর ফাইলগুলো সুরক্ষিত রাখতে দুটিই তৈরী করা ভালো।
  • এই দুটি পার্টিশন ছাড়াও আরও দুটি প্রাইমারি পাটিশন তৈরী করতে পারবেন। তবে একটিই ভালো। কারণ একটি প্রাইমারি পার্টিশন থাকলে তার ভেতর প্রয়োজনে অনেকটি লজিকাল ড্রাইভ রাখতে পারেন। ডিফ্রাগমেন্ট, কপি, পেস্ট করতে স্পীড পাবেন।
  • যত বেশি পার্টিশন হবে ততবেশি র‌্যামের প্রয়োজন পড়বে তাই প্রয়োজন না হলে তিন অথবা চারটি পার্টিশন ব্যবহার করুন।
  • খুব বেশি কপি-পেষ্ট করা থেকে বিরত থাকুন। কারন বেশি করে কপি-পেস্ট করার ফলে হার্ডডিস্কের আযূ কমে যেতে পারে।
  • অপ্রয়োজনে বারবার ভাইরাস ক্যান প্রোগ্রাম সেটাপ-রিমুভ দেয়া ইত্যাদি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন। কারণ এগুলো বেশি  ডিস্ক ব্যবহার করে।
  • নিয়মিত ডিস্ক ক্লিনআপ এবং ডিফ্রাগমেন্ট করুন। বিশেষ করে আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন। কারণ ইন্টারনেটে দেখা পেজের ডাটাগুলো কম্পিউটারে সেভ হয়ে যায়।
  • ডিস্ক ক্লিন করার জন্য Disk Cleanup or C Cleaner ব্যবহার করতে পারেন। ক্লিন করার পর ডিফ্রাগমেন্ট করুন।
  • ডিস্ক ডিফ্রাগমেন্ট হল আপনার হার্ডডিস্কের কাটা-ছেড়া ফাইলগুলো একত্রিত করা। এই কাটা-ছেড়া ফাইলগুলো রিড করার জন্য হার্ডডিস্কের পিনকে অধিক লাফালাফি করতে হয় তাই একদিকে যেমন সময়ের অপচয় হয় অন্যদিকে ডিস্কের  আয়ু ও কমতে থাকে।
  • ডিফ্রাগমেন্ট করার পুর্বে 
  • ডিফ্রাগমেন্ট করার পরে
  • ডিফ্রাগমেন্ট করার জন্য Iobit Disk Defragmenter ব্যবহার করতে পারেন। http://iobit.com থেকে ডাউনলোড করে। অত্যন্ত চমৎকার একটি ডিফ্রাগমেন্টার
  • অধিক তাপমাত্রায় একনাগাড়ে বেশিক্ষণ কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে 15/20 মিনিট স্লীপে রেখে আবার কাজ শুরু করুন। হার্ড ডিস্কের তাপমাত্রা মনিটর করতে HD Sentinel সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন