মাএ দুই কিক্লেই লক করুন যে কোনো ড্রাইভ
Download Link>>>Lock HDDডাউনলোড শেষ হলে lock HDD নামক ফোল্ডারটিকে যে কোনো জায়গায় Extract করুন। Extract করার পর ফোল্ডারটি ওপেন করুন ।
এখানে A ALL B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z নামের ফোল্ডার গুলো হল ড্রাইভ লেটার।
এখন মনে করুন আপনি লোকাল ডিস্ক ডি [Local Disk(D:)] লক করবেন।এর জন্য আপনাকে D নামের ফোল্ডারটি ওপেন করুন। ওপেন করার পর আপনি দুটি ফাইল দেখতে পাবেন।একটি Lock D এবং অপরটি Unlock D।যেহেতু আপনি লক করবেন তাই Lock D তে ডাবল ক্লিক করুন এবং পরপর দুটি ডায়ালগ বক্স আসবে।আপনি প্রথম ডায়ালগ বক্স এ ইয়েস(YES) এবং পরেরটিতে ওকে(OK) চাপুন।
এর পর আপনার পিসি Restart করুন এবং দেখুন আপনি লোকাল ডিস্ক ডি [Local Disk(D:)] আর ওপেন করতে পারছেন না।
এখন যদি আপনি লোকাল ডিস্ক ডি [Local Disk(D:)] ওপেন করতে চান তাহলে পুনরায় D
নামের ফোল্ডারটি ওপেন করুন এবং Unlock এ ডাবল ক্লিক করুন এবং আগের মত পরপর দুটি ডায়ালগ বক্স আসবে।আপনি প্রথম ডায়ালগ বক্স এ ইয়েস(YES) এবং পরেরটিতে ওকে(OK) চাপুন।
এর পর আপনার পিসি Restart করুন তারপর দেখুন আপনি লোকাল ডিস্ক ডি [Local Disk(D:)] এ প্রবেশ করতে পারছেন।এভাবে আপনি একটা একটা করে সবগুলো লক করতে পারবেন।আর যদি সবগুলো একসাথে লক করতে চান তাহলে ALL নামের ফোল্ডারটি ওপেন করুন এবং Lock এ ডাবল ক্লিক করুন এবং Restart দিন।তাহলে সবগুলো ড্রাইভ লক হয়ে যাবে। এরকম করবেন না । কারন এটা করলে আপনি আর আপনার পিসি ওপেন করতে পারবেন না। আপনি যে ড্রাইভে Lock HDD ফোল্ডার টি রাখবেন সে ড্রাইভ টি কখনো লক করবেন না । কারন এতে আপনি Unlock ফাইল টি আর ওপেন করতে পারবেন না এবং এর ফলে সে ড্রাইভটি আপনি আর ওপেন করতে পারবেন না।মনে করুন আপনি Lock HDD ফোল্ডার টি Desktop এ রেখেছেন।এ অবস্থায় আপনি লোকাল ডিস্ক সি [Local Disk(C:)] লক করবেন না । কারণ Desktop লোকাল ডিস্ক সি [Local Disk(C:)] এর অংশ ।এর ফলে পিসি Restart দেওয়ার পর আপনি Desktop এর কোনো কিছু ওপেন করতে পারবেন না।
যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হ্য় তাহলে নিচে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন।সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
কেউ দয়া করে এসবের অপব্যবহার করবেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন